সোনারগাঁও দর্পণ :
গ্যাস লাইনে কাজ করার সময় সঞ্চালন লাইনে থাকা লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে সড়কের পাশে দাড়িয়ে থাকা কার্টুনভরা একটি কভার্ডভ্যান। বুধবার (১১ মে) বিকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সোনারগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।
স্থানীয়রা জানায়, সোনারগাঁও উপজেলার আওতাধীন এশিয়ান হাইওয়ের কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় রাস্তা প্রসস্ত করার কাজ চলছিল। এ সময় ভ্যাকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে থাকা গ্যাস পাইপ উঠে গেলে পাইপের লিকেজ অংশ দিয়ে গ্যাস নির্গামন শুরু হয়। এ সময় মহাসড়কে থাকা একটি কভার্ডভ্যান চালু করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুন কভারভ্যানে ছড়িয়ে পড়ে এবং পুরো কভারভ্যানটি পুড়ে যায়।