সোনারগাঁও দর্পণ :
আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাহ রনি আরমান শরীফ হত্যার সাথে সম্পৃক্ত নন। গতকাল বুধবার ইউনিয়নের দমদমা গ্রামের নিজ বাড়িতে নিহত আরমান শরীফের বাবা মঞ্জুরুল হক এবং মা মিনু রহমান আরমান হত্যার সাথে সোহাগ রনি’র সম্পৃক্ততা জানিয়ে যে তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন সোহাগ রনি। সোনারগাঁও দর্পণ’কে ফোন করার পাশাপাশি সোনারগাঁও দর্পণ’র কাছে মামলার এজাহারসহ আরো কিছু কাগজও পাঠান সোহাগ রনি।
এছাড়া, আজ বৃহস্পতিবার দুপুরে সোহাগ রনি তার নিজ ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাসও দেন। যেখানে তিনি সাংবাদিক এবং সোনারগাঁওবাসীর উদ্দেশ্যে বিচার চান। সোহাগ রনি তার স্ট্যাটাসে যা লিখেছেন সোনারগাঁও দর্পণ’র পাঠকদের জন্য তা সুচারুরূপে তুলে ধরা হলো।
প্রিয় সাংবাদিক ভাই ও সোনারগাঁও বাসী আপনাদের কাছে বিচার দিলাম।
আমার নামে মিথ্যা পোস্টার ও ভূয়া সংবাদ সম্মেলন করছে একটি মহল।
আমার বড় অপরাধ আমি কেনো মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নৌকার চেয়ারম্যান প্রার্থী হলাম।
এইটাই আমার সবচেয়ে বড় অপরাধ।
আরমান শরিফ মামলার কোন জায়গায় আমার নাম নাই।
যেমন ,২৯/১১/২০১৫ মামলার এজাহারে ও আদেশ নামা।
এখানে যারা মামলার এজাহারে আসামী তারা কার লোক। আপনে ভালো করে দেখেন।
তারিখঃ১২/০৫/২০২২ইং