সোনারগাঁও দর্পণ :
আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী দলীয় মনোনয়ন কাগজ হাতে পেয়েছেন সোহাগ রনি। রোববার বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ আহ্বাবায়ক কমিটির আহ্বাবায়ক সামসুল ইসলাম ভূইয়াসহ তার অনুসারি নেতাকর্মীদের সাথে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন কাগজ সংগ্রহ করেন।
এ সময় এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিককে বিজয়ী করার আহ্বাবায়ক জানান। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, পৌরসভার মেয়র প্রার্থী ছগির আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।