সোনারগাঁও দর্পণ :
সকল জল্পনা-কল্পনা, উদ্বেগ-উৎকষ্ঠার অবসান হলো। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনি। আজ ১৩ মে শুক্রবার ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সভা শেষে এ অনুমতি দেয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড।
এদিকে, মনোনয়ন পাওয়ার পর সোহাগ সমর্থকরা রাজধানীর ধানমন্ডি এবং মোগরাপাড়া এলাকায় আনন্দ উল্লাসে মেতে উঠে। সোহাগ সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পটকা ফাটানোসহ নেচে গেছে আনন্দ-উল্লাসে মেতে উঠে।