সোনারগাঁও দর্পণ :
পানিতে ডুবে মিথন সরকার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজার এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার নিহত মিথন সরকার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর বাজারের স্বর্ণকার সুমন সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত মিথন সরকার বাসায় কাউকে কিছু না বলে সকালে হোসেনপুর বাজারের পাশে থাকা পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুরে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে নিখোঁজ সংক্রান্ত মাইকিং করা হয়। দুপুর ৩টার দিকে পুকুরে লাশ ভেসে উঠলে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।