সোনারগাঁও দর্পণ :
৫ শতাধিক দুস্থ্য মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম। শুক্রবার বাদ জুম্মা মেঘনা শিল্পাঞ্চল এলাকার শাহজালাল গেইট এলাকা সড়কে তিনি এ অর্থ বিতরণ করেন।
মাসুম জানান, থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল হাসনাত ও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হাই ভুইয়া’র রুহের মাগফেরাত কামনা করে স্থানীয় মসজিদে দোয়ার পর তিনি এ আর্থিক সহায়তা করেন।