Best Viral Premium Blogger Templates

ঘুষ নিতে গিয়ে সোনারগাঁওয়ে দুই ভূয়া পুলিশ সদস্য আটক

Wednesday, January 5, 2022 | January 05, 2022 WIB Last Updated 2022-01-05T14:43:07Z


সোনারগাঁও দর্পণ: 

পুলিশ সদস্য হিসেবে মিথ্যা পরিচয়ে ঘুষ নেয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন দুই প্রতারক। প্রতারকদ্বয় হলো - নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য হিসেবে পরিচয় দেয়া রহমতউল্লাহ নওশাদ (৫০) ও পুলিশ সদস্য নাসির ঢালী। পুলিশ পরিচয় দেয়া রহমতউল্লাহ নওশাদ ঝালকাঠি  জেলার নলছিটি থানার মৃত কবির উদ্দিনের ছেলে এবং পুলিশ সদস্য পরিচয় দেয়া নাসির ঢালী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত সিকিম আলী ঢালীর ছেলে। পুলিশের চাকরির জন্য লিখিত পরীক্ষা দেয়া রাকিব (২১) নামে এক যুবককের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিতে গেলে সোনারগাঁও উপজেলার উত্তর জাইদ্দারগাঁও এলাকা থেকে ওই দুই প্রতারককে আটক করা হয়। 

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ইয়াউর রহমান জানান, বুধবার (৫ জানুয়ারী) সকালে ওই ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের উত্তর জাইদ্দারগাঁওয়ে রাকিব (২১) নামে এক যুবক পুলিশে চাকরির জন্য লিখিত পরীক্ষা দেন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ওই দুই প্রতারকের সাথে পরিচয় রাকিবের। পরিচয়ের সময় প্রতারকরা নিজেদেরকে পুলিশ ও ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেয় এবং চাকুরি পাইয়ে দিতে সহযোগিতা করার আশ^াস দেন। এমনকি চাকুরি সংক্রান্ত রাকিবের সকল কাগজপত্রের ছবি নিয়ে যায় প্রতারকরা। সেই সূত্রধরে রাকিবের চাকুরি পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ লাগবে বলে রাকিবকে জানায়। রাকিব টাকা দিতে রাজি হয় এবং টাকা তার বাড়ি থেকে নিতে হবে বলে জানায়। পরে বুধবার সকালে আটককৃত দুই প্রতারক রাকিবের বাড়িতে টাকা নিতে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলার সময় সন্দেহ হয়। এক পর্যায় তারা প্রতারক হিসেবে স্বীকার করলে উত্তম-মধ্যম প্রহারের পর থানায় অভিযোগ করলে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও মাদারীপুরে একাধিক মামলা রয়েছে।


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • ঘুষ নিতে গিয়ে সোনারগাঁওয়ে দুই ভূয়া পুলিশ সদস্য আটক

Trending Now

Advertisement