সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গস্খহণ চলছে। সকল প্রার্থী ও সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ করা গেছে।
এরআগে, ৪র্থ ধাঁপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।
সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৫২টি বুথে ভোটার সমর্থকরা তাদের ভোট প্রদান করেন। বৈদ্যেরবাজার ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ১৬৭ জন।
ভোট গ্রহণ নির্ভিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর উপস্থিতি ছিল চোখে পরার মতো।
ইফনিয়নটিতে মোট ৪জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করলেও মুলত প্রতিযোগিতা হবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ ও আওয়ামী লীগ সমর্থিত আল আমিন সরকারের সাথে। অপর প্রার্থী হলেন ইসলামী শাসনতন্ত্র সমর্থিত হাফিজুর ইসলাম।