সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের কাঁচপুর থেকে চল্লিশোর্ধ অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিলখোলা মাদ্রাসা মাঠ সংলগ্ন শীতলক্ষা নদীর তীরে ইট ভর্তি বস্তার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে বিভিন্ন বয়সের স্থানীয় ছেলে-মেয়েরা খেলার সময় নদীর তীরে বড় একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তাটির কাছে গিয়ে কৌতুহলবশত বস্তাটি খুললে তার ভেতরে মানুষের লাশ দেখতে পায়। বিষয়টি এলাকাবাসিকে জানালে স্থানীয়রা থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার কাজ অব্যাহত রয়েছে। ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় আলামত সংগ্রহ করছি। লাশের পরিচয় শনাক্তের পর হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করা হবে।