সোনারগাঁও দর্পণ :
মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজকে অদুর ভবিষ্যতে জাতীয়করণ করতে যা যা করা দরকার সব কিছুই করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ২য় যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন থেকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির এইচ এস সি পরীক্ষা-২০২১ এর বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এইচ এম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান মাসুম আরো বলেন, জাতীয়করণ করতে সরকারী কিছু নিয়ম-নীতি রয়েছে। যারমধ্যে অন্যতম প্রতিষ্ঠানের ফলাফল। তাই উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের দিক-নির্দেশনার পাশাপাশি ফলাফল ভাল করার ওপর জোর দেন মাসুম।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ফজলুল হক, আলম চাঁন, আবু হানিফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহাম্মেদ, যুবলীগ নেতা মাসুম বিল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।