সোনারগাঁও দর্পণ :
আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোন ব্যক্তি মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। এমনকি সোনারগাঁও জাতীয় পার্টিও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে সমর্থন দিয়েছেন। ফলে অনেকের ধারণা ছিল, এমনকি উপজেলার সর্বত্র একটি কথা চাউর হয়েছে ‘হয়ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায়ই বিজয়ী হতে যাচ্ছেন সামসুল ইসলাম ভূইয়া।’
কিন্তু অবশেষে আর তা হচ্ছেনা। আসন্ন ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম। আজ উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সবকিছু ঠিক থাকলে ফরম পূরণ করে যথা সময়ে তিনি মনোনয়ন পত্র জমা দিবেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক তার একটি ঘনিষ্ট এ সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
জাহাঙ্গির আলম মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত আফতাব উদ্দিন ওরফে আঁতা ডাক্তারের ছেলে।