Best Viral Premium Blogger Templates

১৫ আগস্ট উপলক্ষে মায়াদ্বীপে দুস্থদের আপ্যায়ন

Friday, August 20, 2021 | August 20, 2021 WIB Last Updated 2021-08-20T10:19:00Z


সোনারগাঁও দর্পণ

প্রায় পাঁচশত অসহায় ও দুস্থদের আপ্যায়ন করানো হয়েছে মায়াদ্বীপে। ২০ আগস্ট শুক্রবার দুপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড এর পৃষ্টপোষকতায় ও সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁওয়ের নদী বেষ্টিত ও সুবিধা বঞ্চিত  চরাঞ্চল নুনেরটেকের মায়াদ্বীপে  বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস জানান, সুযোগ পেলেই মায়াদ্বীপের অসহায় মানুষদের জন্য ভালো কিছু করা আমার এক ধরনের  নেশা বলতে  পারেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড ১৫ আগস্ট উপলক্ষে  দুস্থদের এক বেলা পেট ভরে খাওয়াতে চায় এমন প্রস্তাব জানতে পেরে আমি মায়াদ্বীপের কথা বলি। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড তা সাদরে গ্রহণ করে এবং আয়োজন করে। এবারের আয়োজনে সুবর্ণগ্রাম জেলেশিশু পাঠশালার ১০০ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় এলাকার লোকজন রয়েছে। এ আয়োজন করায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের কাছে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন কৃতজ্ঞ । অনুষ্ঠানে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাড়াও অন্যান্যদের মধ্যে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বাসদ সোনারগাঁও শাখা সমন্নয়ক, উদিচী সোনারগাঁও শাখা সভাপতি বাবু শংকর প্রকাশ, জ্যেষ্ঠ সাংবাদিক মোকাররম মামুন, সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার ব্যাবস্থাপক মতিউর রহমান,  বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেডের সদস্য ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, ইঞ্জিনিয়ার ও কবি মনিরুজ্জামান মিন্টু এবং সুবর্ণগ্রাম টিচিং হোম এর শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • ১৫ আগস্ট উপলক্ষে মায়াদ্বীপে দুস্থদের আপ্যায়ন

Trending Now

Advertisement