Best Viral Premium Blogger Templates

নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ে করোনায় দুই দিনে ৪ জনের মৃত্যু

Sunday, August 1, 2021 | August 01, 2021 WIB Last Updated 2021-08-01T13:40:31Z

সোনারগাঁও দর্পণ : 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের গত দুই দিনে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২ জন এবং নারায়ণগঞ্জ খানপুরে তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে ২ জন মারা গেছে।

নারায়ণগঞ্জের টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক সূত্রে জানাযায়, ১ আগষ্ট রোববার সকালে জেলার আমলাপাড়া কেসি নাগ রোডের খন্দকার দেলোয়ার হোসেন (৭২) ঢাকা সিএমএইচ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে এবং মিরপুরের গেøাবাল স্পেসালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফতুল্লার নন্দলালপুর নিবাসী সুফিয়া বেগম (৫৫)। 

পরে মৃতদের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা দেলোয়ার হোসেনকে মাসদাইর কবরাস্থানে ও সুফিয়া বেগমকে ফতুল্লার স্থানীয় কবরাস্থানে দাফন করে।

এদিকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস ১ আগস্ট তাদের দৈনিক প্রতিবেদনে প্রকাশ করে, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার ৭০ বছর বয়সী এক জন এবং ৫২ বয়সী এক নারী খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

এরআগে, তারা দু’জনই সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট এর জন্য নমুনা দেন। 


Comments
comments that appear entirely the responsibility of commentators as regulated by the ITE Law
  • নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ে করোনায় দুই দিনে ৪ জনের মৃত্যু

Trending Now

Advertisement