সোনারগাঁও দর্পণ :
আড়াইহাজারে ছিনতাইকারীদের এলোপাথারী ছুরিকাঘাতে আশেকে মোস্তফা (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক স্থানীয় এলাকার ববিন মিলে কাজ করত। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত মধ্য রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের নবী হোসেনের ছেলে আশেকে মোস্তফা মনোহরদী গ্রামের রুহুল আমিন ভূইয়ার বাড়িতে থেকে একই এলাকার বাবলুর ববিন মিলে কাজ করতো। রাত সাড়ে ১০টার দিকে মনোহরদীর আমজাদ হোসেন ভূইয়ার টেক্সটাইল মিলের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলার সময় একটি সিএনজি অটোরিক্সা দিয়ে ৫জন ছিনতাইকারী গিয়ে আশেকে মোস্তফার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের সাথে দস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় আশেকে মোস্তফার।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও আটক করতে পুলিশি অভিযান চলছে।