কোভিড-১৯ সংক্রামণ রোধে সরকারের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে নেয়া কঠোর লকডাউন নীতি অমান্য করে যাত্রী পরিবহণ করায় ১২ টি সিএনজি ইজিবাইক জব্দ করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরের পর রাত পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার আনন্দবাজারসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসকল সিএনজি জব্দের পাশাপাশি জরিমানা করা হয়।
এছাড়া, একটি মটরচালিত রিকসায় মাস্ক ছাড়া ৬ জন যাত্রী ভ্রমন করায় তাদেরকে সহ মোট ১২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা নগদ আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতিকুল ইসলাম।
তিনি জানান, কঠোর লকডাউন পালনে সরকারের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর হতে হবে। তাদের এ অভিযান চলমান থাকবে। তবে, কাউকে অর্থদণ্ড দেয়া বা সাজা দেয়া মুখ্য উদ্দেশ্য নয়। জনগণকে সচেতনতার মাধ্যমে সুরক্ষা করাই আমাদের মুল উদ্দেশ্য।