সোনারগাওয়ে রাস্তা পার হওয়ার সময় মিনা রানী (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন বাসন্তী রানী (৬০) নামের আরেক বৃদ্ধা। মঙ্গলবার দুপুরে মদনপুর-জয়দেবপুর সড়কের উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় বি আর স্পিনিং মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিনা রানী জামপুর মরিচটেক এলাকার মৃত সুনীল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ও আহত বাসন্তী রানী একই এলাকার জীবন চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
জামপুর তালতলা ফাঁড়ি পুলিশ সূত্র জানান, মিনা রানী ও বাসন্তী রানী জামপুরের মরিচটেক এলাকায় এশিয়ান হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় বি আর স্পিনিং মিলের সামনে ঢাকা থেকে প্রভাবরদীগামী মাছের খাবার পন্যবাহী একটি পিকআপ ভ্যান (মেট্রো-ট- ২২-০১৩৫) তাদের চাঁপা দিলে ঘটনাস্থলে মিনা রানী মারা যান।
এসময় তার সাথে থাকা বাসন্তী রানী আহত হোন। স্থানীয়দের সহযোগিতায় আহত বাসন্তী রানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত মিনা রানীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।