আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (৩৮) নাম এক যুবক নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৩টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পাচঁরুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানা পুলিশ জানান, রাত সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। নিহতের গায়ে জিন্সের প্যান্ট ও শার্ট ছিল।