আড়াইহাজারে সুমি আক্তার (২৪) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া উত্তরপাড়া গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমি ওই গ্রামের মহাব্বত আলীর মেয়ে এবং আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের ডিগ্রী শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার আগে সারা দিনই নদীর পাড় বসে কে বা কার সাথে কথা বলছিল সুমি। মনে করা হচ্ছে, যে লোকটির সাথে কথা বলছিল সে সুমির প্রেমিক হতে পারে। তাই, প্রেম ঘটিত কারণে সুমি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরআগে, স্থানীয়রা খবর দিলে সুমির নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতলে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আপাতত, এই ব্যাপারে আড়াইহাজার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার প্রেমিককে খুজেঁ বের করার চেষ্টা চলছে।