সোনারগাঁও দর্পণ
সোনারগাঁওয়ে শিশির (২২) নামে এক চোরকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোমবার (৬ জুন) দিবাগত ভোরে মোগরাপাড়া পুরান বাজার এলাকা থেকে তাকে প্রথমে সন্দেহজনক ভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তালা কাটার মেশিন, সাবল ও ছুড়ি উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার এ এস আই কর্ন জানান, গ্রেফতারকৃত চোর শিশির উপজেলার পৌরসভা এলাকার ঋষী পাড়া গ্রামের অরুনের ছেলে।
পরে তাকে চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।